1. newsshariful@gmail.com : Md shariful islam : Md shariful islam
  2. torikhossainbappy@gmail.com : Torik Hossain Bappy : Torik Hossain Bappy
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ:
গাজী লাশের রাজনীতি করেছে, আমরা উন্নয়নের রাজনীতি করবো- দিপু ভুঁইয়া আশার নির্দেশে বিক্ষোভ মিছিল নিয়ে জাহাঙ্গীরের যোগদান লৌহজং প্রেসক্লাবের সভাপতি শওকত ও সম্পাদক মানিক  রূপগঞ্জে গাজী টায়ারে ফের আগুন দিয়ে লুটপাট দুর্বৃত্তদের  রূপগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার  ও সহকারী কমিশনারকে বিদায় সংবর্ধনা রূপগঞ্জে ছাত্রদল নেতাসহ তিনজনকে কুপিয়ে হত্যার চেষ্টা রূপগঞ্জে পল্লী কর্মসংস্থান সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পের নারী কর্মীদের মাঝে চেক প্রদান খালেদা জিয়া’র স্বাস্থ্যের খোঁজ নিতে গেলেন ব্রিটিশ হাইকমিশনার পদত্যাগ করলেন নির্বাচন কমিশন বিএনপির ত্রাণ তহবিলে নগদ অর্থ দিলেন আবুল কাউছার আশা

ফোন এসেছে‘আলহামদুলিল্লাহ,

আমাদের সংগ্রাম ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ৭০ জন্য পাঠক দেখেছে।
ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। ইতোমধ্যেই ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ১৪ জন প্রতিমন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় শপথ নিবেন নবগঠিত মন্ত্রিসভার সদস্যরা।

প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় নাম রয়েছে জুনাইদ আহমেদ পলকের। স্বামীর নাম থাকায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পলকের স্ত্রী আরিফা জেসমিন কনিকা। ফেসবুকে তিনি স্ট্যাটাস দিয়েছেন। কনিকা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, ফোন এসেছে।’

তিনি স্ট্যাটাস দেয়ার পর অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। তাদের মধ্যে একজন হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন। তিনি লিখেছেন, ‘কংগ্রাচুলেশন।’

এদিকে ফোন পাওয়ার দিন রাতে (বুধবার) ফেসবুকে জুনায়েদ আহমেদ পলক লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’

তিনি আরও লিখেছেন, ‘মহান আল্লাহ তায়ালার প্রতি অশেষ শুকরিয়া। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি। আগামীকাল সন্ধ্যা ৬টায় বঙ্গভবনে মন্ত্রিসভা পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ সচিব মহোদয়ের ফোন পেয়েছি। সবার কাছে দোয়া প্রার্থনা করছি ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, আধুনিক বাংলাদেশের স্থপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট সজিব ওয়াজেদ জয় ভাইয়ের পরামর্শে ও তত্ত্বাবধায়নে ২০৪১ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে কাজ করে যেতে পারি।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী জুনাইদ আহমেদ পলক জয়ী হয়েছেন। রোববার নির্বাচন কমিশন ঘোষিত চূড়ান্ত বেসরকারি ফলাফল থেকে জানা যায়, পলক পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৬৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন ৪৩ হাজার ১৯ ভোট। এ নিয়ে টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন পলক।

প্রসঙ্গত, পূর্ণমন্ত্রী ২৫ জন এবং ১১ জন প্রতিমন্ত্রী নিয়ে নতুন মন্ত্রিসভা সাজিয়েছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার আকার দাঁড়িয়েছে ৩৭ জনে। তাদের মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী। আর ১১ জন পাচ্ছেন প্রতিমন্ত্রীর দায়িত্ব। ইতোমধ্যে শপথের জন্য সবাইকে ফোন করে আমন্ত্রণ জানানো হয়েছে।

অনুগ্রহ করে আপনাদের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া গুলিতে প্রকাশিত এই প্রতিবেদন টি শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ।

এ জাতীয় আরও সংবাদ ক্যাটাগরি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮
  • ১২:০০
  • ৪:২৬
  • ৬:১৬
  • ৭:৩১
  • ৫:৪১