1. newsshariful@gmail.com : Md shariful islam : Md shariful islam
  2. torikhossainbappy@gmail.com : Torik Hossain Bappy : Torik Hossain Bappy
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৭:৪৯ অপরাহ্ন
সর্বশেষ:
টানা ৫ দিন পর চালু ইন্টারনেট খুলছে অফিস, সূচিতে পরিবর্তন গ্রেপ্তারের ভয়ে পালিয়েছে মাকসুদ চেয়ারম্যান  অর্থ সম্পদে শুভ ও নার্গিসের ধারে কাছেও নেই বাকি তিন প্রার্থী বাড়ি গাড়ি কিছুই নেই নার্গিস মাকসুদের চাঁনমারী মসজিদের স্থান পরিদর্শনে সেলিম ওসমান সরকারী আশ্রয় কেন্দ্রে সেলিম ওসমান, শিশু ও বৃদ্ধদের জন্য উপহার নিয়ে যাবেন বৃহস্পতিবার আমাদের সংগ্রামে ভিডিও প্রকাশের পর নবীগঞ্জ গালর্স স্কুলের সেই শিক্ষিকার সমাধান দিলেন সেলিম ওসমান রূপগঞ্জে ইউপি চেয়ারম্যানের সঙ্গে এলাকাবাসীর মতবিনিময় নির্বাচনে প্রভাব বিস্তার করছে মাকসুদ পরিবার, ক্যাম্প নির্মাণে বাধা থানায় অভিযোগ

প্রেমিকাকে দীর্ঘ চুম্বন করলেন প্রেসিডেন্ট

আমাদের সংগ্রাম ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ৩৩ জন্য পাঠক দেখেছে।
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই মঞ্চে সবার সামনে প্রেমিকা ফাতিমা ফ্লোরেজেকে দীর্ঘ চুম্বন দিয়েছেন। মঞ্চে প্রেমিকার সঙ্গে প্রেসিডেন্টের এমন আচরণে অবাক হয়ে যান উপস্থিত দর্শকরা। পরে তাদের সেই চুম্বনের ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

গত বৃহস্পতিবার আর্জেন্টিনার মার দেল প্লাতার রক্সি থিয়েটারে কনসার্ট ছিল ফাতিমার। এদিন সোনালি রঙের পোশাক পরেছিলেন তিনি। তার পারফরম্যান্স শেষ হওয়ার পর মঞ্চে উঠে যান হাভিয়ের। আবেগে জড়িয়ে ধরে চুম্বন করেন প্রেমিকাকে। সাধারণত রাষ্ট্রপ্রধানরা প্রকাশ্যে তাদের আবেগ প্রদর্শন করেন না। এবার সেই ধারণা ভেঙে দিলেন প্রেসিডেন্ট হাভিয়ের।

অবশ্য একেবারে প্রথম থেকেই স্পষ্টভাষী হিসেবে পরিচিত তিনি। তার নাটকীয় বক্তৃতার ভক্তও কম নেই। এদিন প্রেমিকা ফাতিমাকে দীর্ঘ চুম্বন দেওয়ার আগে তিনি একটি নাতিদীর্ঘ বক্তৃতা দেন। বলেন, আর্জেন্টিনার সামনে কঠিন সময়। তবে সবকিছু মোকাবিলা করে দেশকে তিনি এগিয়ে নিয়ে যাবেন।

তার প্রেমিকা ফাতিমা আর্জেন্টিনার জনপ্রিয় কৌতুক অভিনেত্রীদের একজন। বিভিন্ন জনপ্রিয় টিভি শো উপস্থাপনা করেছেন। ওইদিন ‘ফাতিমা ১০০%’ নামে তার এক মিউজিক্যাল ড্রামা ছিল। জানা গেছে, প্রেসিডেন্ট নিজের পকেটের টাকায় সেই কনসার্টের টিকিট কিনেছিলেন।

২০২২ সাল থেকে সম্পর্কে আছেন হাভিয়ের এবং ফাতিমা। এই প্রথম তারা জনসমক্ষে চুম্বন করলেন, তা নয়। গত নভেম্বরে আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনা শেষ হতেই জয় নিশ্চিত হয়েছিল তার। তখনও জনসমক্ষে আবেগের বহিঃপ্রকাশ করেছিলেন দুজন।

এদিকে দেশের অর্থনীতির বেহাল দশার মধ্যে প্রেসিডেন্টের এমন আচরণ সমালোচনার মুখে পড়েছে। তবে প্রেসিডেন্ট হিসেবে হাভিয়ের প্রথম থেকেই একাংশের তীব্র বিরোধিতার সম্মুখীন হয়েছেন। আর্জেন্টিনার অর্থনীতিকে মুদ্রাস্ফীতির কবল থেকে বের করে আনতে তিনি ‘শক থেরাপি’ দেবেন বলেছেন। কিন্তু তার নেওয়া অর্থনৈতিক পদক্ষেপ শ্রমিক সংগঠনগুলোর বিরোধিতার মুখে পড়েছে।

অনুগ্রহ করে আপনাদের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া গুলিতে প্রকাশিত এই প্রতিবেদন টি শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ।

এ জাতীয় আরও সংবাদ ক্যাটাগরি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১১
  • ৫:২৪