নারায়ণগঞ্জ বন্দরে দাসেরগাঁও দীঘিতে নিজেই বঁড়শী বেয়ে মাছ ধরে নেতাকর্মীদের নিয়ে ছোট্র পরিসরে পিকনিক করে আনন্দ উপভোগ করেন বন্দর উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এমএ রশিদ।
রবিবার ১১জুন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বন্দরের দাসেরগাঁও দীঘিতে কর্মীদের নিয়ে নিজেই ববঁড়শী বেয়েমাছ ধরছেন তিনি। এরপর তিনি ছোট্র পরিসরে একটি পিকনিকেরও আয়োজন করেন।
জানা গেছে,রবিবার সকালে হটাৎ করে মাছ ধরে খাওয়ার ইচ্ছাপোষন করেন বন্দর উপজেলা আ’লীগের সভাপতি এমএ রশিদ। যে কথা সেই কাজ। সাথে সাথে ফোন দেন বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফয়সাল কবির ও সাধারন সম্পাদক আব্দুল আলীকে। কেননা স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারী আব্দুল আলীর মাছের খামার রয়েছে। সকাল ১১টায় বন্দরের দাসেরগাঁও এলাকায় দীঘিতে চলে আসেন আ’লীগ নেতা এমএ রশিদ। শৈশবের টানে চেষ্টা করেন মাছ শিকারে । এ সময় মাছও উঠে ভিন্ন ভিন্ন প্রজাতির৷ আ’লীগ নেতার মাছ ধরার সংবাদে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা ছুটে আসে নেতার মাছ ধরা দেখতে এবং পাশাপাশি ছোটখাট পিকনিকের আয়োজন করেন কলাগাছিয়া ইউনিয়ন আ’লীগ নেতা হাজী মাঈনউদ্দিন তুষার। শুধু তাই নয়, পিকনিকের পাশাপাশি এমএ রশিদ নিজের হাতে ধরা মাছ ফ্রাই করে সকল নেতাকর্মী নিয়ে ভূড়িভোজ করে খাওয়ার আনন্দ উপভোগ করেন।
এ সময় নেতার মাছ ধরা ও পিকনিকে অংশগ্রহণ করা আওয়ামী লীগের নেতারা জানান,বন্দর উপজেলা আ’লীগের বিপ্লবী সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ রশিদ একজন পরিক্ষিত নেতা। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে সাধারন জনগনকে কৃষিমূখী স্বর্নিভর দেশ গড়তে তিনি নিজেই মাছ ধরে নেতাকর্মীদের উৎসাহ তৈরী করছেন। রশিদ ভাই আসলেই মাটি ও মানুষের নেতা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর থানা ছাত্রলীগ সভাপতি নাজমুল হাসান আরিফ, বন্দর থানা আ’লীগ নেতা মোঃ জুয়েল, বন্দর আমিন আবাসিক এলাকার পঞ্চায়েত কমিটির সাবেক সেক্রেটারি লুৎফর রহমান, বন্দর থানা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের আহ্বায়ক মোঃ মাসুম আহমেদ, ছাত্রলীগ নেতা ফারুক হোসেন জনি, স্বেচ্ছাসেবক লীগ নেতা তাহাজ্জুদসহ নেতাকর্মীবৃন্দ।