মহেশপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালিত

লেখক: Shariful Islam
প্রকাশ: ১ বছর আগে

সেলিম রেজা, মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ নানা আয়োজনের মধ্যে দিয়ে ঝিনাইদহের মহেশপুরে আওয়ামীলীগ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ মুজিবর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

সোমবার ১৫ আগস্ট সকাল সাড়ে ৮টায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন শেষে মহেশপুর জনতা ব্যাংক চত্বর থেকে একটি বিশাল শোক র‌্যালী বের হয়।

অপরদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি শোক র‌্যালী বের করা হয়। র‌্যালী সহকারে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী উপজেলা পরিষদ চত্তরে নব-নির্মিত শেখ মুজিবুর রহমানের মুড়ালে পুষ্পমাল্য অর্পন করেন। পরে অডিটরিয়ামে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।
এছাড়াও বক্তব্য রাখেন,কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নবী নেওয়াজ,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,উপজেলা আ’লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা,পৌর মেয়র আব্দুর রশিদ খান,পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কুমার কুন্ডু,সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক বুলু,উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক মুক্তার হোসেন,দপ্তর সম্পাদক ও পৌর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সাত্তার,ডেপুটি কমান্ডার রবিউল আওয়াল,এসবিকে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম বগা, ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ আতাউর রহমান,স্বরুপপুর ইউনিয়ন আওযামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান,শ্যামকুড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমানউল্লাহ হক,নেপা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সামছুল আলম মৃধা,কাজিরবেড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বি এম সেলিম রেজা,বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নওশের আলী মল্লিক, যাদবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মহিদুল ইসলাম মাষ্টার,সাধারণ সম্পাদক ডাঃ সালাউদ্দীন আহাম্মেদ, নাটিমা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম মাষ্টার, মান্দারবাড়িয়া ইউনিয়ন আওয়ালীগের সভাপতি হারুন অর রশিদ,জেলা কৃষকলীগের যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য আনিচুজ্জামান টিপু,জেলা পরিষদের সাবেক সদস্য এম এ আসাদ,শেখ হাসেম আলী,উপজেলা কৃষক লীগের সভাপতি আব্বাস উদ্দীন,সাধারন সম্পাদক মানিক বিশ্বাস,সহ সভাপতি মনিরুল ইসলাম,উপজেলা যুবলীগের আহবায়ক কাজি আতিয়ার রহমান,যুগ্ন আহবায়ক ইয়াকুব আলী,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সাহেদ মেহেবুব রঞ্জু, যুগ্ন আহবায়ক আশফাবুল আরাফ শিমুল,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল খান প্রমুখ। পরে আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সবশেষে দুপুরে এলাকার গরীব ও দুস্তদের মধ্যে খিচুরি বিতরণ করেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খাঁন চঞ্চল।

এদিকে শেখ মুজিবর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,উপজেলা দলিল লেখক সমিতি,বাস মালিক সমিতি,পৌর সভা,ইজিবাক শ্রমিক ইউনিয়ন,মহেশপুর পাইলট মডেল মাধ্যমিক বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

  • মহেশপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত