৫’শ গ্রাম গাঁজাসহ ইকবাল শ্রীঘরে

লেখক: Shariful Islam
প্রকাশ: ২ years ago

আমাদের সংগ্রাম রিপোর্টঃ নারায়ণগঞ্জ বন্দরে ৫’শ গ্রাম গাঁজাসহ ইকবাল হোসেন(৫০) নামে এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

গত রবিবার রাতে সোনাচড়া ঢাকেশ্বরী মোড় থেকে তাকে আটক করা হয়।ধৃত ইকবাল হোসেন রামনগর এলাকার মৃত ইলিয়াস মিয়ার ছেলে। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার রাতে বন্দর থানার এসআই আবুল খায়ের সোনাচড়া ঢাকেশ্বরী রোডস্থ এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে রামনগর এলাকার চিহিৃত গাঁজা ব্যবসায়ী ইকবাল ফেরিকরে মাদকদ্রব্য বিক্রয়কালে তাকে হাতে নাতে আটক করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী ইকবালের দেহ তল্লাশীকালে ৫’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত গাঁজা ব্যবসায়ী ইকবালকে সোমবার দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হয়।

  • ৫’শ গ্রাম গাঁজাসহ ইকবাল শ্রীঘরে