৩নং মাছ ঘাটে আড়ৎদার ও খুচরা ব্যবসায়ীদের প্রতিবাদ সভা

লেখক: Shariful Islam
প্রকাশ: ১ বছর আগে

মাছের গাড়ি আড়তে ঢুকতে না দেয়ার প্রতিবাদে বিকেলে ৩নং মাছ ঘাটে ব্যবসায়ীরা প্রতিবাদ সভা ও মানব বন্ধন করে।

৩ জুলাই রোববার বিকেলে ৩ নং মাছ ঘাট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।

এ সময় ব্যবসায়ীরা বলেন গত তিন দিন ধরে মাছ ঘাটের রাস্তায় রাত ১২ টার পর উৎসব পরিবহন , বন্ধন সহ বিভিন্ন গাড়ি রাতে মাছ ঘাটে পরিকল্পিত ভাবে রেখে রাস্তা বন্ধ করে দেয়। যার ফলে বিভিন্ন জেলা থেকে আসা মাছের গাড়িগুলো আড়তে ঢুকতে না পেরে ফেরত চলে যায়।

গত তিন দিনে প্রায় ২৮ টি মাছের গাড়ি নারায়ণগঞ্জ থেকে ফেরত চলে যায়। যার বাজার মুল্য প্রায় ২কোটি টাকা। একজন ব্যবসায়ী বলেন রুবেল নামে এক লোক ড্রাইভারদের কাছে চাঁদা দাবি করে। এসময় ব্যবসায়ীরা আরও বলেন আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে লিখিতভাবে অভিযোগ দিয়েও আমারা কোনো প্রতিকার পাচ্ছি না। এভাবে চলতে থাকলে প্রায় ২০০ বছরের পুরোনো এই মাছ ঘাট বন্ধ হয়ে যাবে। শত শত লোক বেকার হয়ে পথে বসে পরবে। বক্তব্যে ব্যবসায়ীরা আরও বলেন আমরা আজ জেলা প্রশাসক ও পুলিশ সুপার এর কার্যালয়ে লিখিতভাবে আবেদন করেছি। এই সমস্যার সমাধান না করলে আমরা প্রয়োজনে আমাদের পরিবার পরিজন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে অনশন করবো বলেও বক্তব্যে ব্যবসায়ীরা জানান।

সার্বিক বিষয়টি পর্যালোচনা করে ঐতিহ্যবাহী ঘাটের ঐতিহ্য রক্ষার্থে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ মৎস্য অধিদপ্তরের জরুরী হস্তক্ষেপ কামনা করছে ভুক্তভোগীরা।

উল্লেখ্য যে বিআইডব্লিউটিএ থেকে ৩ নং মাছ ঘাটের নতুনভাবে ইজারা পান দেওভোগ এলাকার শিবলী মাহমুদ। দীর্ঘদিন যাবত এ ঘাটের ইজারাদার ছিল শহিদুল্লাহ মিয়া। নতুন ইজরাদার শিবলী মাহমুদ দায়িত্ব পাওয়ার পরপরই রাত ১২ টার পর থেকে উৎসব, বন্ধন বাসসহ অন্যান্য গাড়ী পরিকল্পিত ভাবে ৩ নং মাছ ঘাটের রাস্তায় পাকিং করে রাস্তা সম্পূর্ণ বন্ধ করে দেয় যার ফলে মাছের গাড়িগুলো নারায়ণগঞ্জ থেকে ফেরত চলে যায়।

  • ৩নং মাছ ঘাটে আড়ৎদার ও খুচরা ববসায়ীদের প্রতিবাদ সভা