হাজী ইব্রাহিম আলমচান স্কুলের “ব্যাচ ৯৪” এর পূর্ণমিলনী অনুষ্ঠিত

লেখক: Shariful Islam
প্রকাশ: ২ years ago

আমাদের সংগ্রাম ডেস্কঃ নারায়ণগঞ্জ বন্দরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি হাজী ইব্রাহিম আলমচান স্কুল এন্ড কলেজের এসএসসি “ব্যাচ ৯৪” এর উদ্যোগে পূর্ণমিলনী ও ফ্যামিলি গেট-টুগেদার অনুষ্ঠিত হয়েছে।

গত ৪ মে বন্দর উপজেলাধীন সরকারি হাজী ইব্রাহিম আলমচান স্কুল এন্ড কলেজের মাঠ প্রাঙ্গণে প্রায় ৮ঘন্টার বিরামহীন এ আয়োজন সম্পন্ন হয়।

এতে ১৯৯৪ সালে ঐ স্কুল থেকে এস,এস,সি পাশ করা প্রায় ৬০ জন শিক্ষার্থী, তাদের পরিবার এবং সেসময় কর্মরত শিক্ষকদের বেশ কয়েকজন অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের প্রথমেই ছিলো পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, জাতীয় সঙ্গীত,ও সকালের নাস্তা। এরপর স্মৃতিচারণ, বিনোদন, বিভিন্ন খেলা ও পরিশেষে শিক্ষকদের নিয়ে দোয়ার মাধ্যমে শেষ হয় প্রথম পর্বের আয়োজন। দুপুর ১টা থেকে আধঘন্টা নামাজের বিরতির ও ১ঘন্টা মধ্যাহ্নভোজের পর শুরু হয় ২য় পর্বের আয়োজন। যেখানে শিক্ষকদের সম্মাননা প্রদান, পুরষ্কার বিতরনী,র‍্যাফেল ড্র,ফটোসেশন ও সর্বশেষ কেককাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

দিনটিতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসব-আনন্দের আমেজ লক্ষ্য করা যায়। এবং প্রায় ২৮ বৎসর পরে বন্ধুদের কাছে পেয়ে সকলেই আবেগাপ্লুত হয়ে পরেন।

  • হাজী ইব্রাহিম আলমচান স্কুলের "ব্যাচ ৯৪" এর পূর্ণমিলনী অনুষ্ঠিত