নেত্রী হিসেবে রওজা বিনতে রিয়াজকে বেছে নিলেন ক্ষুদে শিক্ষার্থীরা

লেখক: মো. শামীম ইসলাম
প্রকাশ: ২ years ago

বৃহস্পতিবার (২ জুন) সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ হয়।

স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন: পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা রওজা বিনতে রিয়াজকে পছন্দের নেত্রী বেছে নিলো ক্ষুদে শিক্ষার্থী স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন ২০২২।

মদনগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাত্র-ছাত্রীদের কাউন্সিল নির্বাচন অংশগ্রহণ করেন মোট ১৯ জন ৩য়-৫ম শ্রেণি ছাত্র-ছাত্রী মোট ভোটার ৩৫৭জন। প্রতি শ্রেণি থেকে ২জন করে এবং যে কোন ১ শ্রেনি মোট ৭জন প্রার্থী নির্বাচিত হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মপরিকল্পনা অনুযায়ী জানা যায়, গত ১৪-১৬ মে সহকারী উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তা কর্তৃক প্রধান শিক্ষক ও এসএসসি’র সভাপতিগণকে সংশ্লিষ্ট বিষয়ে অবহিত করা হয়। ১৭-২১ মে বিদ্যালয় পর্যায়ে এসএমসি, শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রী সমন্বয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয় ও ২২ মে নিয়োগ দেওয়া হয় নির্বাচন কমিশনার। ২৩ মে ভোটার তালিকা প্রকাশ ও নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

গত ২৪ মে মনোনয়ন আহ্বান, ২৮ মে মনোনয় জমা, ২৯ মে মনোনয়ন বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়।

পরবর্তীতে ৩০ মে ছিলো মনোনয়ন প্রত্যাহার এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শিক্ষার্থীদের শ্রদ্ধাশীল করার পাশাপাশি অন্যের মতামতের প্রতি সহিষ্ণুতা এবং শ্রদ্ধা প্রদর্শন, বিদ্যালয়ে শিখন শিখানো কার্যক্রমে শিক্ষকমণ্ডলীকে সহায়তা করা, শতভাগ ছাত্র ভর্তি ও ঝরে পড়া রোধে সহযোগিতা করা, শিখন শেখানোর কার্যক্রমে শিক্ষার্থীদের মাধ্যমে অভিভাবকদের সম্পৃক্ত করা এবং বিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে ২০১০ সালে সর্বপ্রথম স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়।

স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে উপস্থিত ছিলেন নাসিক ১৯নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোখলেছুর রহমান চৌধুরী, মোঃ রেজাউল করিম উপজেলা শিক্ষা অফিসার বন্দর, মোঃ ফারুক আহমেদ মাসুম সভাপতি মদনগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সার্বিক সহযোগিতা মোঃ আজিবুর রহমান প্রধান শিক্ষাক মদনগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ।

  • নেত্রী হিসেবে রওজা বিনতে রিয়াজকে বেছে ক্ষুদে শিক্ষার্থীরা