সোনারগাঁ উপজেলা প্রেসক্লাবের সভাপতি আসাদ ও সম্পাদক পনির

লেখক: সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১ বছর আগে

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠণ করা হয়েছে।

গত ১২ জুলাই মঙ্গলবার উপজেলার মীরেরটেক বাজার এলাকায় এশিয়ান টিভি ও দৈনিক আমার সংবাদ পএিকার অস্হায়ী কার্যালয়ে এক সাধারণ সভার মাধ্যমে সকল সদস্যদের মতামতের ভিত্তিতে মাই টিভি প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান নূরকে সভাপতি ও দৈনিক আমার সংবাদ পএিকা ও এশিয়ান টিভির প্রতিনিধি পনির ভূইয়াকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষনা করা হয়।

এর আগে গত ৭ ই জুলাই পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে
আহবায়ক কমিটি গঠন করা হয়েছিলো।

কমিটিতে অন্যান্য পদে আছেন,সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম মৃধা -দৈনিক দেশ রুপান্তর, সহ-সভাপতি – খালেকুজ্জামান (কবি জামান) বাংলার চোখ,সহ সভাপতি- কাজী সালাউদ্দীন- অগ্রবানি প্রতিদিন, সাংগঠনিক সম্পাদক – আশ্রাফুল আলম-দৈনিক যুগের চিন্তা ও প্রতিদিনের সংবাদ, যুগ্ম-সম্পাদক- কাজী নেওয়াজ শরীফ দৈনিক স্বাধীন বাংলাদেশ ও নারায়ণগঞ্জ বিডি,প্রচার সম্পাদক শহিদুল ইসলাম খোকন- দৈনিক দিন প্রতিদিন, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক, মনিরুল আলম – , -গ্লোবাল টিভি, অর্থ সম্পাদক -আক্তার -হোসেন দৈনিক নওরোজ, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসাইন- বাংলার চোখ প্রচার, আইন বিষয়ক সম্পাদক এড.বিপ্লব হোসেন ,ক্রীড়া সম্পাদক মাসুম বিল্লাহ।

কার্যকরী সদস্য শহিদুল ইসলাম সৈকত,হাসান মাহমুদ,রবিন মিয়া। আগামী ২ বছরের জন্য এ কমিটি বলবৎ থাকবে।

  • সোনারগাঁ উপজেলা প্রেসক্লাবের সভাপতি আসাদ ও সম্পাদক পনির