নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৮০ বোতল ফেন্সিডিল সহ আশরাফুল আলম শিমুল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
সোমবার ৬ জুন গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার খ-সার্কেল শেখ বিল্লাল হোসেনের নেতৃত্বে সোনারগাঁ থানার একটি অভিযানিক দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ঘাট এলাকায় ওতঁ পেতে থাকে। সকাল সোয়া ১১ টার দিকে কুমিল্লা থেকে নারায়ণগঞ্জগামী গাড়ি তল্লাশি কালে একটি মোটরসাইকেলে ২টি কালো ব্যাগ দেখে সন্দেহ হওয়ায় পুলিশ মোটরসাইকেলটি আটক করার চেষ্টাকালে পেছনে বসা একজন দৌড়ে পালিয়ে যায়।
মোটরসাইকেলে থাকা অপর একজনকে আটক করে তল্লাশিকালে কালো ব্যাগের মধ্যে ৮০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
আটককৃত মাদক ব্যবসায়ী আশরাফুল আলম শিমুল(৫৩) বন্দরে ২০নং ওয়ার্ডের মৃত হাজী হোসেন জামালের ছেলে। তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নং ৯(৬)২২ রুজু করা হয়েছে। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে।