সোনারগাঁ প্রতিনিধিঃ– নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যোর বাজার ইউনিয়ণের ছনকান্দা এলাকার রূপায়ণ গ্রুপের পরিত্যক্ত একটি পুকুর পার থেকে হাত পা বাঁধা ও গাছের ডালে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় গত শুক্রবার রাতে উদ্ধার করা অজ্ঞাতনামা যুবকের লাশটির পরিচয় পাওয়া গেছে।
সোনারগাঁ থানা পুলিশ লাশের পরিচয় নিশ্চিত করে বলেন তাঁর নাম মোঃ সোহেল রানা বলে জানা গেছে।
সে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মদনপুর ৭নং ওয়ার্ডের পশ্চিম কেওডালা এলাকার ফারুক মিয়ার ছেলে পেশায় কি ছিলো তা এখনো জানা যায়নি।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান পিপিএম জানান, বৈদ্যোরবাজার ইউনিয়ণের ছনকান্দা এলাকার রূপায়ণ গ্রুপের পরিত্যক্ত একটি পুকুর পার থেকে হাত পা বাঁধা ও গাছের ডালে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা নিহত অজ্ঞাতনামা যুবকটির পরিচয় পাওয়া গেছে। তবে স্বজনদের খুঁজছে পুলিশ।নিহত যুবকের লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর কিভাবে মৃত্যু হলো সঠিকভাবে বলতে পারবো।
সোনারগাঁয়ে সোহেল রানা নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার