সোনারগাঁয়ে র‌্যাবের অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই, পিকআপ জব্দ

লেখক: আমাদের সংগ্রাম ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে র‌্যাব-১১ এর অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি পিকআপ জব্দ করা করা হয়।

বৃহস্পতিবার ৩০ জুন সকালে জেলার সোনারগাঁ থানাধীন আষাড়িয়ারচর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলোঃ মোঃ বশির হাসান (২০) ও মোঃ আশিক (২২)।

র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ৩০ জুন সকালে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন আষাড়িয়ারচর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।

 

  • পিকআপ জব্দ
  • সোনারগাঁয়ে র‌্যাবের অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই