সোনারগাঁয়ে রাষ্টীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিকের দাফন সম্পন্ন

লেখক: সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১ বছর আগে

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিকের দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার ৪ জুলাই বাদ আছর উপজেলার সাদীপুর ইউনিয়ন এর বাইশটেকি ঈদগাহ  সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক এর দাফন এর আগে তাকে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান গার্ড অব অর্নার প্রদান করে সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ ইব্রাহিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওসমান গনি ও সোনারগাঁ থানা পুলিশ।
এসময় বীর মুক্তিযোদ্ধাগন,সাংবাদিক ছারাও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক এর মৃত্যুতে তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ও উপজেলা আওয়ামী লীগ কমিটির যুগ্ন আহবায়ক পিরোজপুরি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
পারিবারিক সূত্রে জানা গেছে,আজ সোমবার সকাল ১১ঘটিকায় অসুস্থ হয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ৪ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন মৃত্যুকালে তার ৭৫ বছর বয়স হয়েছিলো ।
  • সোনারগাঁয়ে রাষ্টীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিকের দাফন সম্পন্ন