নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় বৈদ্যের বাজার ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে।
শুক্রবার (২০ মে) বিকেলে উপজেলার শেখ রাসেল স্টেডিয়ামে এ খেলায় জামপুর ইউনিয়ন ও বৈদ্যোরবাজার ইউনিয়ন নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা হয়। পরে ট্রাইবেকারে ৩-২ গোলের ব্যবধানে বৈদ্যেরবাজার ইউনিয়ন জয়ী হয়।
ফাইনাল খেলায় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, সোনারগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল, সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির ভূইয়া, বৈদ্যোর বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন সরকার সহ শত শত ক্রীয়া প্রেমী দর্শকবৃন্দ।
উল্লেখ্য সোনারগাঁ উপজেলা প্রশাসনের আয়োজনে ও সোনারগাঁও ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ টুর্ণামেন্ট অনুষ্টিত হয়। এতে ১০টি ইউনিয়ন পরিষদ ও ১টি পৌরসভার দল অংশ নেয়।