নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে র্যাব-১১র পৃথক অভিযানে ২৪৮ বোতল ফেনসিডিল ও ৫৮৫৫পিস ইয়াবাসহ এক নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মঙ্গলবার রাতে উপজেলার পিরোজপুর এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলোঃ লক্ষীপুর জেলার বসুরহাট থানার চরউবদি গ্রামের আবুল কাশেমের ছেলে মো. আলী আজগর (২৪) ও নোয়াখালী জেলার আলীডোগী গ্রামের আলতাফ হোসেনের ছেলে শাহেদ (২০)। এসময় তাদের কাছ থেকে ২৪৮ বোতল ফেনসিডিল ও মাদক ব্যবসায়ী মোসা.নাছিমা বেগম কুমিল্লা জেলার বুড়িচং থানার ছয়গ্রাম এলাকার রহমত আলী মিয়ার স্ত্রীর তার কাছ থেকে ৫৮৫৫পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতাকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।
সোনারগাঁয়ে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার