না’গঞ্জে সেলিম হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

লেখক: আমাদের সংগ্রাম ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ঝুট ব্যবসায়ী কামরুজ্জামান সেলিম চৌধুরী হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

এছাড়াও এ মামলায় অপর এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।

সোমবার (২০ জন) নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় দেন।

রায়ে দন্ডপ্রাপ্তরা হলেন, ঝুট ব্যবসায়ী মোহাম্মদ আলী তার কর্মচারী ফয়সাল।

খালাস প্রাপ্ত হলেন, মোঃ সোলাইমান।
রায়ের সত্যতা নিশ্চিত করে রাষ্ট্র পক্ষের অতিরিক্ত পিপি এড.জাসমিন আহমেদ জানান, ১১ জন স্বাক্ষীর স্বাক্ষ্য প্রমানের ভিওিত্বে আদালতে ঝুট ব্যবসায়ী কামরুজ্জামান সেলিম হত্যা মামলায় দুই জনকে যাবজ্জীবন ও একজনকে খালাস দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালে ৩১ মার্চ সকালে ঝুট ব্যবসায়ী কামরুজ্জামান সেলিম চৌধুরী তার ব্যবসায়ী পাটনার মোহাম্মদ আলীর কাছ থেকে পাওয়া দুই লাখ টাকা আনতে যায়। টাকা আনতে গিয়ে আর বাসায় ফেরেনি কামরুজ্জামান সেলিম ।

এদিকে সেলিমের খোঁজ না পেয়ে তার স্ত্রী রেখানা আক্তার রেখা অজ্ঞাত নামা আসামি করে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেন। নিখোঁজ হওয়ার ছয়দিন পর অজ্ঞাত এক নাম্বার থেকে এক লাখ টাকা মুক্তিপন চেয়ে একটি কল আসে। তাদের মুক্তিপনের টাকা না পেয়ে হুমকি দেয় অপহরণকারীরা।

এ ব্যাপারে সেলিমের স্ত্রী থানায় আরও একটি অভিযোগ পএ দায়ের করেন। পরে পুলিশ সেলিম চৌধুরীর ব্যবসায়ী পাটনার মোহাম্মদ আলীকে আটক করে। তার দেয়া তথ্য মতে কাশিপুরের ভোলাইল এলাকায় তার জুটের গোডাউনের মাটি খুদে সেলিমের লাশ উদ্ধার করে। পরে বিভিন্ন স্হানে অভিযান চালিয়ে মোহাম্মদ আলীর কর্মচারী ফয়সাল,আলী হোসেন ও সোলেমানকে আটক করে পুলিশ।

  • সেলিম হত্যা মামলার রায় : ২ জনের যাবজ্জীবন