নারায়নগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমানের ফার্মহাউজে বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৫ চেয়ারম্যানদের পরিদর্শন।
বন্দরের কৃষি ও গবাদীপশু উন্নয়নে সাংসদের নিজস্ব তত্বাবধানে পরিচালিত সমন্বিত কৃষি ফার্মটি হতে পারে একটি উদাহরণ।
তাইতো আজ সকালে বন্দর উপজেলার ভাইস চেয়ারম্যান ও ৫ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ফার্মটি পরিদর্শনপূর্বক সেলিম ওসমানের কৃষি ফার্মের কার্যক্রম দেখলেন ও হাতে কলমে শিখলেন।
তারা বন্দরে ফিরে অনুরূপ ফার্ম তৈরী ও পরিচালনায় সাধারন মানুষকে উদ্ভুদ্ধ করার পাশাপাশি নিজেরাও ছোট করে শুরু করার আশাবাদ ব্যাক্ত করেন।
সেলিম ওসমান বলেন তার এই কার্যক্রম দেখে যদি একজনও ছোট একটি ফার্ম গড়ে তুলতে পারেন তাহলে তিনি নিজেকে স্বার্থক ভাববেন।