সিলেটের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে ন্যাশনাল প্রেস সোসাইটি’র অর্থ সংগ্রহ শুরু

লেখক: শামীম আখতার, খুলনা
প্রকাশ: ১ বছর আগে

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট ও সুনামগঞ্জের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে অর্থ সংগ্রহ শুরু করেছেন।

সোমবার (২০ জুন) সকালে বন্যার্তদের সাহায্যার্থে মানবতার হাতটি বাড়িয়ে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন আর্থিক সহযোগিতা প্রদান করে তহবিল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

পরবর্তীতে মানবতার হাতটি বাড়িয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান এবং কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দীন ওই দানবাক্সে আর্থিক সহযোগিতা করেন। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহ করা হবে। আগামী কয়েকদিন ধারাবাহিকভাবে তহবিল সংগ্রহের কাজ চলবে বলে জানিয়েছেন ন্যাশনাল প্রেস সোসাইটি’র নেতৃবৃন্দ।

ন্যাশন্যাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল বলেন, বন্যা কবলিত মানুষের দূর্দিনের কথা চিন্তা করে মানবিক দৃষ্টিকোণ থেকে ভয়াবহ বন্যার কবলিত মানুষের পাশে দাঁড়াতে ও তাদের মৌলিক চাহিদা পূরণে অর্থ সহায়তা করার লক্ষে ন্যাশনাল প্রেস সোসাইটি’র উদ্যোগে কিছু দান বক্স নিয়ে কেশবপুর উপজেলার বিত্তবান ও সম্পদশালী মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে আর্থিক সাহায্য, সহযোগিতা নেওয়া হচ্ছে।

সকলের অনুদানের অর্থগুলো একত্রিত করে একটি তহবিল গঠন করে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন এর মাধ্যমে ওই বানভাসি মানুষের মাঝে পাঠানো হবে। আমি আশা করি বন্যা কবলিত এলাকার অসহায় মানুষের সাময়িক সংকট মোকাবিলায় কিছুটা ভূমিকা রাখবে। দেশে ও প্রবাসে থাকা বিত্তবান মানুষদের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, আত্মমানবতার সেবায় এগিয়ে এসে নিজেদের সামর্থ্যের মধ্য দিয়ে বানভাসি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য।

  • সিলেটের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে ন্যাশনাল প্রেস সোসাইটি'র অর্থ সংগ্রহ শুরু