সাংবাদিক শেখ আরিফ’কে দেখতে ছুটে যান খাঁন মাসুদ

লেখক: আরিফ
প্রকাশ: ২ years ago
সাংবাদিক শেখ আরিফ'কে দেখতে ছুটে যান খাঁন মাসুদ

অসুস্থ সাংবাদিক শেখ আরিফ’কে দেখতে বাসায় ছুটে গেলেন যুবলীগ নেতা খান মাসুদ।
মঙ্গলবার (১৭মে)রাতে বন্দর দক্ষিণ শাহী মসজিদ এলাকাস্থ সাংবাদিক শেখ আরিফের নিজ বাসস্থান রাশিদা মঞ্জিলে গিয়ে তাঁর শারীরিক খোঁজ খবর নেন খান মাসুদ। পেশাদার সাংবাদিক শেখ আরিফের দ্রুত সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন যুবলীগ নেতা খান মাসুদ।
এ সময় তাঁর পাশে ছিলেন, যুবলীগ নেতা মোঃ ডালিম হাসান, শেখ মমিন, বাপ্পি পাঠান, উজ্জ্বল আহমেদ, লাভলু প্রধান, ডালিম সিকদার, উজ্জ্বল আলী প্রমুখ।
প্রসঙ্গত ঘাড়ে এবং হাতে ব্যাথা জনিত কারণে সাংবাদিক শেখ আরিফ গুরুতর অসুস্থ হয়ে ডাক্তারের পরামর্শনুযায়ী সম্পুর্ণ বিশ্রামে আছেন ।
  • সাংবাদিক শেখ আরিফ'কে দেখতে ছুটে যান খাঁন মাসুদ