সম্পদের সৎ ব্যবহার করা উচিৎ – শামীম ওসমান

লেখক: আমাদের সংগ্রাম ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আমাদের দৈনন্দন জীবনে গম যদি না পাই তাহলে ভুট্টার মূল্য যদি বেড়ে যায়। গম-ভুট্টা থেকে উৎপাদিত হয় ভুষি, গরুর খাবার ও মাছের খাবার। ফলে এর প্রভাব পড়বে গরুর দুধের দাম, মাংস উৎপাদনে। ডিম কিংবা মাছেও। তাই আমাদের সম্পদের সৎ ব্যবহার করা উচিৎ। এক খন্ড জমিও আর ফেলে রাখার সময় নেই, কোন জিনিস অপচয় করার সুযোগ নেই। আমাদের একটা লাইট বিনা কারণে এক মিনিট জ্বালিয়ে রাখার সময় নাই। এখানে ৩টা ফ্যান (বিদ্যুত চালিত পাখা) দরকার ছিল না। আমাদের প্রত্যেককে সবকিছুই সাশ্রয় করতে হবে।

বুধবার (২৭ জুলাই) দুপুওে শহরের চাষাঢ়ার টাউন হল (জিয়া হল) প্রাঙ্গণে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ১৯৯৮ সালে আমি জার্মান গিয়ে ছিলাম। তারা আমাকে জানিয়ে ছিল, তারা একটি প্রজন্ম দেশের জন্য লড়েছেন। আরেকটি প্রজন্ম নতুন প্রজন্মের জন্য কষ্ট করেছেন। এখন সেই জার্মান খুবই শক্তিশালী দেশে পরিনত হয়েছে। এখন যে সমস্যাটি চলছে, সেটা বিশ্ব ব্যাপী সমস্যা। বাংলাদেশ ঘুরে দাঁড়িয়ে ছিল। এখনও অন্যান্য দেশের তোলনায় ভালো আছে। আজকের যুগান্তর পত্রিকা পড়লে বিষয়টি বুঝতে পারবেন। তারপরও আমাদের এখন স্বস্তির নিস্বাশ নেওয়ার কারণ নাই। আমাদের এটাকে অতিক্রম করতে হবে। আর এটার জন্য নতুন প্রজন্মকে এগিয়ে আসা দরকার। নতুন প্রজন্মের উচিৎ নিজের বাবা, মায়ের প্রতি দায়িত্ব পালন করা। আল্লাহ পৃথীবিতে সবকিছু দিয়ে দিয়েছেন। দুবাই মরুর দেশ, সেখানে এখন সবুজ হয়ে যাচ্ছে। আর আমাদের সবুজ শ্যামল দেশটি দিন দিন মরুতে পরিনত হচ্ছে।

  • সম্পদের সৎ ব্যবহার করা উচিৎ - শামীম ওসমান