সমাবেশে গুলি: লডিপির মহাসচিব রেদোয়ান আহমেদসহ আরও তিনজনকে কারাগারে

লেখক: Shariful Islam
প্রকাশ: ২ years ago
এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ। ফাইল ছবি

আমাদের সংগ্রাম: পাল্টাপাল্টি সমাবেশে গুলি করে দুই ছাত্রলীগ কর্মীকে আহত করার ঘটনায় এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদসহ আরও তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।অপর আসামিরা হলেন, মহিচাইল গ্রামের আলী (৩৭), হারং গ্রামের বাকি বিল্লাহ (৩৯) ও রেদোয়ান আহমদের গাড়িচালক সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার খামারখাতা গ্রামের রেজাউল করিম (৫৫)।

সোমবার রাত ৮টার দিকে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (জেএম ২য় আদালত) মো. আবু বকর সিদ্দিক। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোর্ট পুলিশ পরিদর্শক মো. মজিবুর রহমান।

চান্দিনা থানার ওসি মো. আরিফুর রহমান জানান, ছাত্রলীগের দুই কর্মীকে গুলি করে আহত করার ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়। ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে সন্ধ্যায় তাদের আদালতে পাঠানো হয়

  • সমাবেশে গুলি: লডিপির মহাসচিব রেদোয়ান আহমেদসহ আরও তিনজনকে কারাগারে