সোমবার রাত ৮টার দিকে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (জেএম ২য় আদালত) মো. আবু বকর সিদ্দিক। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোর্ট পুলিশ পরিদর্শক মো. মজিবুর রহমান।
চান্দিনা থানার ওসি মো. আরিফুর রহমান জানান, ছাত্রলীগের দুই কর্মীকে গুলি করে আহত করার ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়। ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে সন্ধ্যায় তাদের আদালতে পাঠানো হয়