প্রথমেই সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার প্রতি, যিনি আমাকে আপনাদের ভালোবাসায় সিক্ত ও প্রিয় করেছেন।
গত ০৯-০৯-২০২৩ ইং তারিখ ছিল আমার জন্মদিন! আমার মতো একজন অতিক্ষুদ্র মানুষের জীবনে যদিও জন্মদিনের তেমন কোন গুরুত্ব নেই তবুও আমার মহান সৃষ্টিকর্তা প্রতি লাখো কোটি শুকরিয়া আদায় করছি।
আমার প্রান প্রিয় বাবা মায়ের প্রতি সহশ্র সালাম ও কৃতজ্ঞতা প্রকাশ করছি যাদের কল্যাণে আমি আজ “মোহাম্মদ আবু সুফিয়ান” আমি সবার কাছে দোয়া কামনা করি। আমি যেন আমার জন্মকে সার্থক করতে পারি আমার কর্মের মাধ্যমে।
আজ শৈশব, কৈশর আর অনেকটা সময় পেছনে ফেলে যৌবনে আমি। জীবনে চলার বাঁকে জন্ম দিয়েছি কত রুপকথা, ছোট বড় গল্প আর নাটক। ছোট একটা জীবনে কত ইতিহাস সাক্ষী হয়ে আছে। এ-ই পৃথিবীতে এমনি একটা দিনে আমি এসেছিলাম।
গত ০৯-০৯-২০২৩ ইং ছিল সেই দিন। সেই জন্য আমি আমার মহান আল্লাহর কাছে দায়বদ্ধ। তিনি আমাকে সৃষ্টি করছেন তিনি আমার স্রস্টা।
প্রত্যেকটি মানুষের কাছে তার জন্মদিনের বার্তাটি আনন্দের, আমার কাছে ও তাই তেমনই।
জীবন টা অনেক সুন্দর যদি সুন্দর করে দেখা যায়, তবে এ কথাও ঠিক বিচিত্র এ-ই জীবনে বৈচিত্রময় হয়ে উঠা অনেকটাই কঠিন। যারা হয়ে উঠতে পারে তাদেরকেই মানব জাতি সারাজীবন মনে রাখে।
আমার কথা তো কাল সকলেই ভুলে যাবে! তাতে আমার কোন আফসোস নেই, নেই কোন অভিযোগ। আমি শুধু ক্ষমাপ্রার্থী আমার মহান আল্লাহর কাছে।
ইতিমধ্যে, অনেকেই আমাকে ভালোবেসে ফেইসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমু ও মোবাইলে ফোন করে জন্মদানের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রথমে সেই সকল শ্রদ্ধাভাজনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং যাঁরা নানান ঝামেলায় কিংবা ভুলে যাওয়ার কারণে যারা আমাকে উইশ করতে পারেন নি, তাদের জন্যও আমার ভালোবাসা থাকবে।
আপনাদের সকলের ভালোবাসা, আন্তরিকতা আর আমাকে নিয়ে আপনাদের চাওয়া পাওয়া, আজ আমাকে নতুন উদ্যোমে চলার প্রেরণা যুগিয়েছে।
আমি বুঝতে পেরেছি আমার অগোচরে আমাকে ভালোবাসার অনেক মানুষ আছেন, যা আমার জন্মদিনের মাধ্যমে বুঝতে পেরেছি, আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি, ধন্যবাদ আপনাদের।
আমার ভালোবাসা এবং কৃতজ্ঞতা আপনাদের জন্য আজীবন থাকবে। আমার অন্তরের অন্তস্তল থেকে অফুরন্ত ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন-সহ লাল গোলাপের সু-গন্ধিত শুভেচ্ছা জানাচ্ছি।
কিছু মেসেজ সত্যিই অনেক আবেগের ভালোলাগার ছিলো, সাথে সাথে আপনাদের সকলের সুন্দর ভবিষ্যত এবং দীর্ঘায়ূ কামনা করছি।
আপনাদের এ-ই অফুরন্ত ও স্বাচ্ছন্দময়ী ভালোবাসা আমার হৃদয়ের গভীরে অনাবিল স্থান হয়ে থাকবে। আপনাদের স্মরণ রাখবো আজীবন, আমার জন্য সবাই দোয়া করবেন এই প্রত্যাশা করছি!
ধন্যবাদ সবাইকে মোহাম্মদ আবু সুফিয়ান।