সেলিম রেজা,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ- শ্রেষ্ঠত্বের পুরষ্কার পেলেন ঝিনাইদহ জেলার মহেশপুর থনার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মিয়া।তিনি যোগদান করার পর থেকে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত সহ গ্রেফতারি পরোয়ানা তামিল করায় সোমবার (১২ই মে) জেলা পুলিশের কল্যাণ সভায় পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম সম্মাননা তুলে দেন দায়িত্বশীল এই পুলিশ কর্মকর্তার হাতে।
এসময় জেলা পুলিশের অন্যান্য পুলিশ অফিসার ও বিভিন্ন থানার ওসি এবং ফাঁড়ি পুলিশ পরিদর্শকগন উপস্থিত ছিলেন। মহেশপুর থানার অফিসার ইনচার্জ সেলিম মিয়া বলেন,পুরষ্কার বড় কথা নয়,পুরষ্কারের কথা শুনলেই উৎসাহ উদ্দীপনা ও কাজের গতি বেড়ে যায়।আমাকে পুরষ্কৃত করায় আমি মাননীয় পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম মহোদয় কে কৃতজ্ঞতা জানাই।এবং আমাকে সহযোগিতা করার জন্য মহেশপুর থানার কর্মরত সকল অফিসার ও ফোর্সদের অসংখ্য ধন্যবাদ। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভ কামনা রইলো।