শ্রীপুরে ৩৫ বছর বয়সে এসএসসি পাস করলেন ইউপি সদস্য শামীম মৃধা

লেখক: মাহফুজুর রহমান ইকবাল, গাজীপুর
প্রকাশ: ৪ মাস আগে

ইচ্ছাশক্তির জোরে ৩৫ বয়সে এসএসসি পরীক্ষা দিয়ে কৃতিত্বের সাথে পাস করেছে ইউপি সদস্য হাফেজ শামীম মৃধা। তিনি পূবাইল পলিটেকনিক্যাল স্কুল থেকে পরীক্ষা দিয়ে জি পি এ ৪.৪৩ পেয়েছেন।

হাফেজ শামীম মৃধা গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ১নং মাওনা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মাওনা গ্রামের ঐতিহ্যবাহী মৃধা পরিবারের মোহাম্মদ আলী মৃধার নাতি ও মরহুম আবুল হাশেম মৃধার ছেলে।

তিন ভাই ও দুই বোনের মধ্যে সে সবার বড়। সে মাওনা ইউনিয়ন পরিষদের ১নং মাওনা ওয়ার্ড থেকে সদস্য নির্বাচিত হয়ে জনগণের সেবা করে যাচ্ছেন।

এস এস সি পাশ নিয়ে শামীম মৃধা বলেন ছোট ছোট ৪ জন ভাই- বোনকে লালন-পালন আর পড়াশোনা করাতে গিয়ে নিজের কথা ভুলেই গিয়েছিলাম। আমার ছোট ভাই সুমন মৃধা এমবিবিএস পাশ করে ইর্ন্টানি করছে। তিনি বলেন, গত নির্বাচনের আগে মাঠে প্রচার ছিল ইউপি সদস্য প্রার্থীকে কমপক্ষে এসএসসি পাস হতে হবে। বাবার স্বপ্ন পূরণ করতে আমি সব সময়ই চেষ্টা করেছি। এ কারণে মূলত আবার পড়াশোনায় ফেরা। আমি একটি কথাই বলব, শিক্ষার কোনো বয়স নেই, শিক্ষা ছাড়া উপায় নেই। এই কথাটি মাথায় রাখলেই বাংলাদেশে শিক্ষার হার বাড়বে।

  • শ্রীপুরে ৩৫ বছর বয়সে এসএসসি পাস করলেন ইউপি সদস্য শামীম মৃধা