শ্রীপুরে শামসুল হক বিএসসি কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

লেখক: মাহফুজুর রহমান ইকবাল.গাজীপুর
প্রকাশ: ৬ মাস আগে

গাজীপুরের শ্রীপুরে আলহাজ্ব শামসুল হক বিএসসি কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার মাওনা  ইউনিয়নের মাওনা উত্তরপাড়া গ্রামে শামসুল হক বিএসসির নিজ বাড়িতে  ১০জুন শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্পিং এর মাধ্যমে চিকিৎসা সেবা দেয়া হয় প্রায় তিন হাজার সেবা প্রত্যাশীদের।

ফ্রি মেডিকেল ক্যাম্পে, গাইনি, দন্ত, মেডিসিন,শিশু ও চক্ষু বিশেষজ্ঞ দ্বারা চিকিৎসা সেবা দেয়া হয়। এখানে প্রায় ১২জন বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা সেবায় অংশ নিয়েছেন।  রক্ত পরীক্ষা, ডায়াবেটিকস পরীক্ষা ও রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।

শামসুল হক বিএসসি কল্যাণ ট্রাস্টের সমন্বয়ক ইঞ্জিনিয়ার জাহিদুল হক সুমনের তত্ত্বাবধানে ফ্রি মেডিকেল ক্যাম্পটি পরিচালনা করা হয়। এখানে সেবা নিতে আসে বিভিন্ন মিল কারখানার শ্রমিক এবং নিম্ন আয়ের মানুষ। বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসা নিতে পেরে সবাই অনেক খুশি।

  • শ্রীপুরে শামসুল হক বিএসসি কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত