শ্রীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

লেখক: মাহফুজুর রহমান ইকবাল, গাজীপুর
প্রকাশ: ১ বছর আগে

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা উওর পাড়া বাদশা নগর এলাকায় মোটরসাইকেল- পিকাপ সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নাফিদুল(১৬) নামের কিশোরের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় সাথে থাকা অন্যজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছেনাফিদুল শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের শিমুলতলা চৌরাস্তা এলাকার সফিকুল ইসলাম (ছফির) এর সন্তান।

শনিবার (২জুলাই ) দুপুর সাড়ে বারোটায় মাওনা যাওয়ার পথে পিকাপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হয়।

এতে ঘটনাস্থলেই ওই কিশোরের মৃত্যু হয়।শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায়, ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ সনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তবে এ ঘটনায় ঘাতক গাড়ি ও চালককে আটক করা সম্ভব হয়নি।

  • শ্রীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোরের মৃত্যু