মাহফুজুর রহমান ইকবাল, গাজীপুর : শ্রীপুর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ – তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে ।
সোমবার সকাল সাড়ে দশটায় শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ ।
পরে শ্রীপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শ্রীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহিফল অনুষ্ঠিত হয় ।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো . তরিকুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী কৃষি কর্মকর্তা মো . হুমায়ুন কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ বলেন , নেপথ্যের কলকাঠি যারা নেড়েছেন , পরিকল্পনাকারী এবং হত্যার পরে যারা মোস্তাকের সাথে হাত মিলিয়ে বঙ্গবন্ধুর রক্তের উপর পা দিয়ে জাতির পিতাকে অস্বীকার করেছে তাদের খুঁজে বের করে তাদেরও বিচার করতে হবে ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন , শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অ্যাড মো . শামসুল আলম প্রধান , বীর মুক্তিযোদ্ধা মো . সিরাজুল ইসলাম , , শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো . মনিরুজ্জামান , শ্রীপুর উপজেলা পরিষদের ভাইশ চেয়ারম্যান মো . মাহাতাব উদ্দিন , মহিলা ভাইশ চেয়ারম্যান মোসা . লুৎফুন্নাহার মেজবাহ , শ্রীপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা . প্রনয় ভূষণ দাস প্রমুখ । অনুষ্ঠান শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় । পরে যুবদের মাঝে যুব ঋণ বিতরণ , সেলাই মেশিন , গরিব ও অসহায় রোগীদের চিকিৎসার্থে আর্থিক অনুদান এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ করা হয় ।