গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের ভিটিপাড়া গ্রামের বাড়ির পাশে। কিবরিয়ার মাছের খামারে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু সহোদর ভাই।
রবিবার (১৯ নভেম্বর) দুপুরের দিকে ওই মৃত্যুর ঘটনা ঘটে। নিহত দুই ভাই হলো, উপজেলার বরমী ইউনিয়নের ভিটিপাড়া গ্রামের আল আমিনের ছেলে মো. তামিম (৭), ও মো. ইসমাঈল হোসেন (৬)।
তারা স্থানীয় সরকার বাড়ি মাদ্রাসায় পড়াশোনা করতো পারিবারিক সুত্রে জানা যায়,ছোট ভাই পানিতে পড়ে গেলে তাকে বাঁচাতে যায় বড় ভাই।
এসময় দু’জনেই পানিতে তলিয়ে যায়। পরে বিকেলের দিকে লাশ পানিতে ভেসে ওঠলে স্থানীয়দের মাধ্যমে মৃত অবস্থায় তাদের উদ্ধার করা হয়। মাছের খামারের মালিকের অবহেলার কারণে এর আগেও দুজনের মৃত্যু হয়েছে বলে দাবী পরিবারের।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ চলমান।