গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপির উদ্যোগে পূর্ব নিজমাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭মার্চের ভাষনের ছবি ও বৃক্ষ রোপনের কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ মে) বিকেলে আনুষ্ঠানিক ভাবে এই কর্মসূচি আয়োজন করেন শ্রীপুর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি।
ওই বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক লুৎফর রহমান ফরহাদ।
আরো বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম বাঘা, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ জসিম উদ্দিন, প্রধান শিক্ষক হাছিনা খাতুন।
লুৎফর রহমান ফরহাদ বলেন, পূর্ব নিজ মাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ছবি ও বৃক্ষ রোপনের কর্মসূচি উদ্বোধন করা হয়েছে,পর্যায়ক্রমে উপজেলার ১৬৬ টি বিদ্যালয়ে এ কার্যক্রম পরিচালনা করা হবে।
এছাড়াও উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, সবদুর আলী ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক কাইয়ূম পারভেজ, ধর্ম বিষয়ক সম্পাদক কালাম ফকিরসহ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় নেতাকর্মীরা।