শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে হুমায়ন কবির মৃধার নেতৃত্বে মিছিল নিয়ে যোগদান 

লেখক: আমাদের সংগ্রাম ডেস্ক
প্রকাশ: ২ years ago

আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে হত্যার হুমকির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল ও পথ সভায় বন্দর হতে মিছিল নিয়ে যোগদান করেন।
মহানগর আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ন কবির মৃধার নের্তৃত্বে উপস্থিত ছিলেন  মহানগর শ্রমিকলীগের  যুপ্ন সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন আনু, ছাত্রলীগের সভাপতি (সোনালী অতীত) নাজমুল হাসান আরিফ, মহানগর সেচ্ছাসেবকলীগের সাবেক  যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কমল, শাহানেয়াজ রায়াত, কুদ্দুস মৃধা, মোদ্দাসের হোসেন আঙ্গুর, শাকিল,  যুবলীগ নেতা জাকির হোসেন, সাইফুল ইসলাম, মাইকেল বাবু, সুমন ভূইয়া, রমজান মিয়া, দেলোয়ার হোসেন,  জিয়াউল হাসান বাবু, শ্যামল মৃধা।
উল্লেখ্য যে, শনিবার (৪ জুন) বিকেল ৪টায় বিক্ষোভ মিছিলটি বন্দর ২৭ নং ওর্য়াডের কুড়িপাড়া এলাকা হতে স্লোগানে স্লোগানে রাজপথ প্রকম্পিত করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজিত প্রতিবাদ সভায় যোগ দেন।
  • শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে খান মাসুদের পক্ষে মাসুম ও ডালিমের নেতৃত্বে মিছিল নিয়ে যোগদান