শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ 

লেখক: Shariful Islam
প্রকাশ: ১ বছর আগে

আমাদের সংগ্রাম ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ।

শুক্রবার ৫ আগস্ট সকালে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর প্রতিকৃতিতে ফুল দিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম।

এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ জাহেদ পারভেজ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ আমির খসরু, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ শফিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান সহ জেলার অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ