১৯ জুন ২০২২ তারিখ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা” অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সম্মানিত উপদেষ্টা শরীয়তপুর -০২ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রনালয় এর মাননীয় উপমন্ত্রী জনাব একেএম এনামুল হক শামীম।
এনামুল হক শামীম বলেন, ‘পদ্মা সেতু শুধু ইট, পাথর আর স্টিলের সেতু নয়, এটি আমাদের আবেগ ভালবাসা ও আত্মবিশ্বাসের প্রতীক। স্বাধীনতার পর আমাদের এটি বড় অর্জন। এই প্রকল্পের মাধ্যেমে জনগণের সাথে সরকারের সম্পর্ক আরও মজবুত হয়েছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইকবাল হোসেন অপু, মাননীয় সংসদ সদস্য, শরীয়তপুর-০১ এবং জনাব নাহিম রাজ্জাক, মাননীয় সংসদ সদস্য, শরীয়তপুর-০৩।
এ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ; জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর প্রধানগণ, জনপ্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ , ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সমন্বয় সভায় আগামী ২৫ তারিখ পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে শরীয়তপুর জেলায় সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। এসময় মাননীয় মন্ত্রী মহোদয় পদ্মা সেতু উদ্বোধন সফল করতে সকলকে একযোগে কাজ করার নির্দেশনা প্রদান করেন। এ সময় সমন্বয় সভার সভাপতিত্ব করেন জনাব মোঃ পারভেজ হাসান, জেলাপ্রশাসক, শরীয়তপুর।