লুহানস্কের নিয়ন্ত্রণের কাছাকাছি, দাবি মস্কোর

লেখক: আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২ years ago
ছবি: সংগৃহীত।

ইউক্রেনের পূর্বাঞ্চল লুহানস্কের সব এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণের কাছাকাছি চলে এসেছে বলে দাবি করেছে মস্কো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, মস্কো দাবি করেছে ইউক্রেনের পূর্বাঞ্চল লুহানস্কের সব এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণের কাছাকাছি চলে এসেছে এবং রাশিয়ান বাহিনী ওই অঞ্চলে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে।

লুহানস্কের গভর্নর জানায়, সেভারোডোনেটস্কে ১২ জন নিহত হয়েছেন। এছাড়া হাজার হাজার লোক মাটির নিচে আশ্রয় নিয়েছে।

এদিকে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তায় ইউক্রেনের জন্য ৪ হাজার কোটি মার্কিন ডলারের (৪০ বিলিয়ন ডলার) বিশাল প্যাকেজ অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন কংগ্রেস এ অনুমোদন দেয়।

এ ব্যয়বহুল প্যাকেজ নিয়ে শঙ্কা প্রকাশ করে ভোট বন্ধ রাখার জন্য একজন সিনেটরের সংক্ষিপ্ত বক্তব্যের পর ক্যামেরুনের ২০২০ সালের জিডিপি’র সমপরিমাণ অর্থের এ প্যাকেজ অস্বাভাবিকভাবে দ্বিদলীয় সমর্থনে সিনেট ৮৬-১১ ভোটে পাস করেছে।

  • দাবি মস্কোর
  • লুহানস্কের নিয়ন্ত্রণের কাছাকাছি