নারায়ণগঞ্জ র্যাব-১১ এর অভিযানে সোনারগাঁ হতে ১৬ কেজি গাঁজা ও ১০৪৭ বোতল ফেনসিডিলসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
গত ২৫ জুন র্যাব-১১, ব্যাটালিয়ন সদর, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল সোনারগাঁ থানা এলাকায় চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে ঢাকাগামী ১টি প্রাইভেটকার তল্লাশী করে ১৬ কেজি গাঁজা ও ১০৪৭ বোতল ফেনসিডিলসহ মোঃ কামাল হোসেন ভুঁইয়া (৪০), নামক ০১ মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।
এ সময় গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার জব্দ করা হয়।