রূপগঞ্জ থানার বিভিন্ন স্থাপনার শুভ উদ্বোধন করলেন ডিআইজি হাবিবুর রহমান  

লেখক: আমাদের সংগ্রাম ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে

সোমবার ১ আগস্ট দুপুরে রূপগঞ্জ থানার বিভিন্ন স্থাপনার শুভ উদ্বোধন করেন ঢাকা রেঞ্জের ডিআইজি‌ হাবিবুর রহমান, বিপিএম(বার), পিপিএম(বার) মহোদয়।
এসময় নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম(বার) উপস্থিত ছিলেন।
রূপগঞ্জ থানায় নবনির্মিত সর্বসাধারণের বসার জন্য গোলঘর “তটিনী” এবং কনফারেন্স রুম (সম্মেলন কক্ষ) এর শুভ উদ্বোধন করেন তিনি।  এসময় থানায় বৃক্ষরোপণ কার্যক্রমেও অংশগ্রহণ করেন।
এছাড়াও রূপগঞ্জ থানার এএসআই সাজ্জাদ হোসেনের অকাল মৃত্যুতে তাঁর পরিবারকে একটি অটোরিকশা প্রদান করেন। উদ্বোধন স্থাপনা সমূহের পরিকল্পনা করেন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম(বার) এবং বাস্তবায়ন করেন রূপগঞ্জ থানার ওসি জনাব এএফ‌এম সায়েদ।
এসময় নারায়ণগঞ্জ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং রূপগঞ্জ থানার অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।
  • রূপগঞ্জ থানার বিভিন্ন স্থাপনার শুভ উদ্বোধন করলেন ডিআইজি হাবিবুর রহমান