আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটূক্তির তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শাহাদাত হোসেন।
বন্দর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন এক বিবৃতিতে জানায়, আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ( সাঃ) কে নিয়ে যে কটুক্তি করেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং আইনগত কঠোর ব্যবস্থা গ্রহনের দাবী জানান। যাকে সৃষ্টি না করলে মহান আল্লাহ তাহালা ইহকাল- পরকালের কোন অস্থিত্ব সৃষ্টি করতেন না। যার উম্মত হয়ে নিজেকে ধন্য মনে করি। সেই রাসুল( সাঃ) কে কটুক্তি করার সাহস পায় কিভাবে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির জোড় দাবি করছেন আওয়ামীলীগ ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান শাহাদাত হোসেন।