খাগড়াছড়ি জেলার রামগড় তথ্য অফিসের আয়োজনে (১৯ইজুন) রবিবার সকাল সাড়ে ১০ টায় রামগড় টাউন হলে সাম্প্রদায়িকতা ও গুজব প্রতিরোধে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রামগড় উপজেলা নির্বাহী অফিসার জনাব খোন্দকার মো.ইখতিয়ার উদ্দিন আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল, এবং মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার।
স্বাগত বক্তব্য রাখেন তথ্য অফিস রামগড়ের সহকারী তথ্য অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেন।
উক্ত অনুষ্ঠানের আলোচনায় বক্তারা বলেন পার্বত্য অঞ্চল সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য উদাহরণ; এখানে মুসলমান, হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সকল সম্প্রদায়ের মানুষ সম্প্রতির বন্ধনে আবদ্ধ।
কিছু স্বার্থান্বেষী মহল মাঝে মাঝে গুজব সৃষ্টির মাধ্যমে সাম্প্রদায়িকতার বিষ চড়িয়ে দিতে চায়। বক্তারা সাম্প্রদায়িকতা ও গুজব প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। উক্ত অনুষ্ঠানে দুই শতাধিক মহিলা অংশগ্রহন করেন।
অনুষ্ঠানের শুরুতে তথ্য অফিসের ব্যবস্থাপনায় সাম্প্রদায়িকতা ও গুজব বিরোধী চলচ্চিত্র প্রদর্শন করা হয়।