রামগড়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লেখক: এমদাদ খান রামগড়, খাগড়াছড়ি
প্রকাশ: ১ বছর আগে

খাগড়াছড়ির রামগড়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৮ জুন সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো.ইখতিয়ার উদ্দিন আরাফাত এর সভাপতিত্বে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অথিতি ছিলেন রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি।

সভায় বক্তারা রামগড়ের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন। এবং আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা চান।

এ সময় উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের ভাইচচেয়ারম্যান মোঃআনোয়ার ফারুক,রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামান, কাউন্সিলর আবুল বশর, বিভিন্ন দপ্তরের সরকারী বেসরকারী কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বাজার কমিটির প্রতিনিধি, ও গণমাধ্যম কর্মীরা।

  • রামগড়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত