খাগড়াছড়িতে যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লেখক: এমদাদ খান রামগড়, খাগড়াছড়ি
প্রকাশ: ১ বছর আগে

খাগড়াছড়ির রামগড়ে জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।বহুল প্রচলিত জাতীয় দৈনিকটির রামগড় উপজেলা প্রতিনিধি মোঃ মোজাম্মেল হোসাইনের সভাপতিত্বে মঙ্গলবার (১৪ জুন)সন্ধ্যায় রামগড় প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী।বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দিন আরাফাত, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল কাদের,সহকারী তথ্য কর্মকর্তা মোঃবেলায়েত হোসাইন,পৌর কাউন্সিলর মোঃ জামাল শিকদার।

এছাড়া রামগড় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের রামগড় প্রতিনিধি নিজাম উদ্দিন লাভলু, অরন্যবার্তা প্রতিনিধি শুভাশীষ দাশ, দৈনিক আল-আমীন পত্রিকার উপজেলা প্রতিনিধি ফয়েজ আহম্মদ মিলন, বিজনেস বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি মোঃ বাহার উদ্দিন, মানবজমিন প্রতিনিধি এমদাদ খান, চ্যানেল এস প্রতিনিধি নুর আলম শরীফ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিরা সনামধন্য পত্রিকার অতীতের প্রকাশনার প্রসংশা করে এর উত্তরোত্তর সফলতা কামনা করেন।

  • খাগড়াছড়িতে যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন