রাজনীতিতে শ্বাসরুদ্ধকর অবস্থা বিরাজ করছে : জেবেল রহমান গানি

লেখক: জিএম মোস্তফা, ঢাকা
প্রকাশ: ১ বছর আগে

বর্তমানে দেশের রাজনীতিতে শ্বাসরুদ্ধকর অবস্থা বিরাজ করছে মন্তব্য করে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি বলেন, রাজনীতির নিয়ন্ত্রন ক্রমান্বয়ে রাজনীতিবদদের হাত থেকে চলে যাচ্ছে। ফলে দেশে ক্রমান্বয়ে রাজনৈতিক শূণ্যতা সৃষ্টি হচ্ছে। এই শ্বাসরুদ্ধকর অবস্থার অবসান ও রাজনৈতিক শূণ্যতা পূরণ না হলে দেশ ও গণতন্ত্র ভয়াবহ সঙ্কটে পতিত হতে পারে।

বুধবার (৮ জুন) নীলফামারীর ডিমলা হাউজে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ রংপুর মহানগর নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশ ও জনগণের সর্বাধিক কল্যাণ এবং চূড়ান্ত অনিষ্ট করার সামর্থ্য বা ক্ষমতা রয়েছে রাজনীতি ও রাজনীতিকদের। কোনো দেশের রাজনীতি যদি হয় নীতিহীন, পচনগ্রস্থ ; তবে সে দেশটির অন্যান্য প্রতিষ্ঠানকেও সেই সংক্রমণ থেকে রক্ষা করা কার্যত অসম্ভব হয়ে পড়ে। একইভাবে, কিছু কিছু সীমাবদ্ধতার পরও, রাষ্ট্র পরিচালনব্যবস্থা হিসেবে পৃথিবীতে এখন পর্যন্ত গণতন্ত্রের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, গণতন্ত্রকে নিয়ন্ত্রণ করে বিরোধী দলবিহীন রাষ্ট্র পরিচালনার স্বপ্ন থেকেই আওয়ামী লীগ নিজেরাই নিজেরদের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। আর এটাই গণতন্ত্র ও রাষ্ট্রকে চরম সংকটের দিকে ঠেলে দিতে পারে। সরকারের উচিত অবিলম্বে এ সংকট মোকাবেলায় জাতীয় সংলাপের মাধ্যমে কর্মপদ্ধতি নির্ধারণ করা।

তিনি বলেন, রাজনৈতিক দুবৃত্তায়নের কারণে রাজনিতিতে নানা দুর্বৃত্তের জন্ম হচ্ছে। আর দুর্বৃত্তের জন্ম হওয়ায় মাধ্যমে প্রমানিত হচ্ছে দেশের রাজনীতি আজ দুর্বৃত্ত ও লুটেরাদের নিয়ন্ত্রনে চলে যাচ্ছে।

বাংলাদেশ ন্যাপ রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর আহ্বায়ক রেজাউল করি রীবনের নেতৃত্বে প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন রংপুর মহানগর যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর আমিনুর রহমান, যুবরাজ চৌধুরী, মেরাজুল ইসলাম রোকন, আব্দুর রউফ প্রমুখ।

  • রাজনীতিতে শ্বাসরুদ্ধকর অবস্থা বিরাজ করছে : জেবেল রহমান গানি