একি বললেন অভিনেত্রী দীঘি

লেখক: বিনোদন ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে

বলিউড অভিনেতা রণবীর কাপুর অভিনেত্রী আলিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার খবর জানার পর ভীষণ মন খারাপ হয়েছিল ঢালিউড অভিনেত্রী দীঘির। কষ্টে নাকি সারা রাত ঘুমাতে পারেননি তিনি। কারণ রণবীরকে খুব পছন্দ তার। মোবাইলের ওয়াল পেপারেও রেখেছেন এই নায়কের ছবি।

এই দীঘি এবার জানালেন, মানসিকভাবে তিনি নাকি রণবীর কাপুরের স্ত্রী। এক ভক্তের প্রশ্নের জবাবে নিজেকে বিবাহিত দাবি করেন এই অভিনেত্রী! জানিয়েছেন রণবীর কাপুর তার স্বামী।

ইনস্টাগ্রামে এক ভক্ত দীঘিকে জিজ্ঞেস করেন আপনি কি বিবাহিত? উত্তরে দীঘি জানান, তিনি মানসিকভাবে বিবাহিত।

দীঘির সেই উত্তর ছিল এমন- ‘আরে হ্যাঁ, আমি মানসিকভাবে রণবীর কাপুরের সঙ্গে বিবাহিত। ওকে, বাই।’

 

  • একি বললেন অভিনেত্রী দীঘি