যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল জাপান শাখা যুবদল

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাপান শাখা যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে জাপান শাখা যুবদল।

গতকাল রাত ১২ টা ১ মিনিটে জাপানে কেক কেটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন নেতৃবৃন্দরা।

এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান শাখা বিএনপির নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম মনি।

প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, এই অবৈধ বিনা ভোটের সরকার আয়ূ ফুরিয়ে গেছে। সুতরাং জাপান যুবদলকে সবার সাথে কাধে কাধ মিলিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যেতে হবে। আমাকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে আমি সবাইকে নিয়ে জাপানের মাটি থেকে এই অবৈধ সরকারের বিরুদ্ধে যা যা করার দরকার আমরা তাই করব ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, নবগঠিত কমিটির জাপান বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম রনি, দপ্তর সম্পাদক আবুল খায়ের, জাপান শাখা যুবদল নেতা নজরুল ইসলাম রাজিব, হারুন রাজু, রহমান, বাবলু, জিয়া, জাকির, মখিত রমজান, আব্দুল হালিম, বাবু, ইয়াসিন, ইমরান, সাত্তার, ছাত্রদল নেতা সেলিম, রনি ভুইয়া প্রমুখ।

  • যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল জাপান শাখা যুবদল