যশোর জেলা পুলিশের উদ্যোগে গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার বিতরণ

লেখক: Shariful Islam
প্রকাশ: ২ years ago

খুলনা প্রতিনিধিঃ যশোর শহরের প্রায় ৩’শত স্থানীয় গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

১২ এপ্রিল (মঙ্গলবার) বিকালে জেলা পুলিশের আয়োজনে মনিহার মোড় প্রাঙ্গণে গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে ওই ইফতার বিতরণ করা হয়।

যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার বিতরণ করেন।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মক্তিযোদ্ধা শহীদুল ইসলাম মিলন, যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, অতিরিক্ত পুলিশ সুপার, “ক” সার্কেল মোহাম্মদ বেলাল হোসাইন, পিপিএম, যশোর কতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রুপন কুমার সরকার সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।

  • অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার বিতরণ
  • যশোর জেলা পুলিশের উদ্যোগে গরীব