শামীম আখতার,খুলনা : “গুজব প্রতিরোধ করুন, মাদক ও বাল্যবিবাহকে না বলুন” এই শ্লোগানকে সামনে রেখে যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় ২০২২-২৩ অর্থবছরে জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১১আগস্ট (বৃহস্পতিবার) বিকালে যশোর কালেক্টরেট স্কুল মিলনায়তনে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ অনুষ্ঠানে যশোর কালেক্টরেট স্কুলের অধ্যক্ষ মোঃ মোদাচ্ছের হোসেন সভাপতিত্ব করেন।
এডাব যশোরের সহ-সভাপতি ও জেলা এনজিও সমন্বয়কারী শাহজাহান নান্নু এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ হুসাইন শওকত।
সমাবেশ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যশোর জেলার সহকারী তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আনিছুর রহমান, মহিলা সংস্থা যশোর এর চেয়ারম্যান ও যশোর জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি লাইজু জামান, ইসলামিক ফাউন্ডেশন এর উপপরিচালক বিল্লাল বিন কাশেম, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোরের প্রসিকিউটর রাশেল আহমেদ প্রমুখ। বক্তারা তাঁদের স্ব স্ব কর্মক্ষেত্রে সরকারের সাফল্য ও নারীর ক্ষমতায়নে অফিসের ভূমিকা তুলে ধরেন।
অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ যেমন নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, মানব পাচার, মাদক, গুজব, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা, জঙ্গীবাদ ও নাশকতা, বাল্য বিবাহরোধ, অটিজম প্রভৃতি বিষয়ে বিশদভাবে আলোচনা করা হয়।
মহিলা সমাবেশ শুরুর আগে যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা এঁর জন্মবার্ষিকী উপলক্ষে এবং নারীর ক্ষমতায়ন ও বাল্যবিবাহ রোধকল্পে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন করা শেষে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে অত্র বিদ্যালয় মিলানায়তনে মহিলা সমাবেশ শুরু হয়।
সমাবেশে আগত বিভিন্ন বয়সের এবং সমাজের বিভিন্ন পর্যায়ের প্রায় দুই শতাধিক নারী উক্ত মহিলা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে মহিলা সমাবেশের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।