যশোরের খড়কি বামনপাড়া (কারবালা) রোডের একটি বাড়ীর জানালার গ্রীল কেটে চুরির ৭ মাস পর কৃষক সেজে আবু সাইদ (৪০) নামের এক পলাতক আসামীকে গ্রেফতার এবং চুরির ২ ভরি ৪ আনা ২ রতি স্বর্ণালংকার ও নগদ ২৮ হাজার টাকা উদ্ধার করেছে ডিবি পুলিশ।
গত সোমবার (১৬ মে) বিকেলে তপস্বীডাঙ্গা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সে ওই গ্রামের আঃ হামিদ এর ছেলে।
উল্লেখ্য, গত বছরের ২৯ আগষ্ট রাতে যশোর কোতয়ালী থানার খড়কি বামনপাড়া (কারবালা) রোডের বাসিন্দা মৃত কালাচাঁদ এর ছেলে মোঃ রেজাউল করিম এর বাড়ীর জানালার গ্রীল কেটে গৃহে প্রবেশ করে আলমারী ভেঙ্গে ৬ ভরি স্বর্ণালংকার, ৩টি মোবাইল ফোন, নগদ ৬ হাজার ৫শত টাকাসহ সর্বমোট ৪ লক্ষ ৬৩ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায় অজ্ঞাতনামা চোররা।
চুরির ঘটনা উল্লেখ করে রেজাউল করিম বাদী হয়ে চুরি হওয়ার পরেরদিন কোতয়ালী মডেল থানায় লিখিত এজাহার দায়ের করেন। থানার মামলা নং-৪৫।
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড.বেনজির আহমেদ বিপিএম (বার) এঁর নির্দেশে বাংলাদেশ পুলিশ দেশের সকল নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। তাঁর দিক-নির্দেশনায় যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার),পিপিএম জেলা থেকে মাদকমুক্ত, জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্ত স্থাপন করে জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে।
তারই ধারাবাহিকতায় পুলিশ সুপার গৃহ চুরির মামলাটি জেলা গোয়েন্দা শাখায় হস্তান্তর করলে জেলা গোয়েন্দা শাখার ওসি রুপন কুমার সরকার এর নির্দেশে এসআই মফিজুল ইসলাম, পিপিএম মামলার তদন্তভার গ্রহণ করে গত বছরের ২২ আগষ্ট ঘটনায় জড়িত মুল চোর শাকিলসহ ৫ জনকে আটক করেন এবং তাদের হেফাজত হতে ১ভরি ওজনের ১টি স্বর্ণের চেইন, ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আবু সাঈদ সেই থেকে পলাতক থাকায় গ্রেফতার করতে না পারায় তার হেফাজতে থাকা স্বর্ণালংকার উদ্ধার করা সম্ভব হয় না।
দীর্ঘদিন অভিযান অব্যাহত থাকায় সোমবার (১৬ মে) বিকালে গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে একটি চৌকশ টিম কৃষক সেজে পলাতক আসামী আবু সাইদকে তপস্বীডাঙ্গা এলাকা থেকে গ্রেফতার করে।
পরবর্তীতে তার দেওয়া তথ্য মোতাবেক পুলেরহাট বাজারে রাজগঞ্জগামী রাস্তার পাশে মঞ্জুশ্রী জুয়েলার্স নামক দোকানে অভিযান পরিচালনা করে দোকানে বন্ধক ও বিক্রি করা ২ ভরি ৪ আনা ২ রতি স্বর্ণালংকার ও বিক্রয়ের ২৮হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী আবু সাইদ ও সাক্ষী মঞ্জুশ্রী জুয়েলার্স এর মালিক স্বপন সরকার বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদান করে।
যশোর জেলার ডিবি পুলিশ মঙ্গলবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।