মোরগাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুর সাথে কামাল বাদশার সৌজন্য সাক্ষাৎ

লেখক: আবু সুফিয়ান
প্রকাশ: ১ বছর আগে

সোনারগাঁও উপজেলা মোরগাপাড়া ইউনিয়নের তিন তিন বারের সফল চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু।নবীগঞ্জ রওশনবাগ জামে মসজিদ সাধারণ সম্পাদক মোঃ কামাল বাদশার সাথে রাত ৮ টার সময় সৌজন্য সাক্ষাৎ করলেন।
সাংবাদিক শেখ মিজানুর রহমান সুমনের অফিসে নির্বাচনে জয়লাভ করার খুশিতে তিন তিন বারের সফল চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু কে মিষ্টিমুখ করেন কামাল বাদশা।
এসময় চেয়ারম্যান বাবু বলেন, আমি জনগণের ভোটে জয় লাভ করেছি,বিগত দুইবার আমার মোরগাপাড়া ইউনিয়নে জনগণের সেবায় নিয়জিত রেখেছিলাম তার ভালোবাসা আমার ইউনিয়ন বাসি আমাকে দিয়েছে, আমাকে এবারও তাদের সেবা করার সুযোগ দিয়েছে ভালোবাসা দিয়েছে। ইনশাআল্লাহ আমি আগামী দিন গুলো এ-ই অবিরাম ভালোবাসার মানুষ হিসেবে আমার ইউনিয়ন বাসির হয়ে থাকতে চাই। মো কামাল বাদশা নবীগঞ্জ রওশনবাগ জামে মসজিদ সাধারণ সম্পাদক, শেখ মিজানুর রহমান সুমন সময়ের.কম বার্তা সম্পাদক, ঈশান আহমেদ, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা। জাহাঙ্গীর, মহসিন, রুবেল, সাত্তার, কালুন, মোবারক, ঈশান শাওন,মোতালেব, শাওন,রহমত আফজাল সহ ২৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ, জাতীয়পার্টির নেতাকর্মীরা।
  • মোরগাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুর সাথে কামাল বাদশার সৌজন্য সাক্ষাৎ