মেয়র আইভীকে নগর ভবনে ঢুকা বন্ধের হুঁশিয়ারি

লেখক: Shariful Islam
প্রকাশ: ২ years ago

আমাদের সংগ্রাম রিপোর্টঃ নারায়ণগঞ্জ সিটি করপােরেশনের মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াত আইভীকে নগর ভবনে ঢুকা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন।

শনিবার ২৩ এপ্রিল সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভােকেট খােকন সাহার বিরুদ্ধে ডিজিটাল আইনে করা মামলায় আদালতের গ্রেফতারি পরােয়ানা জারির প্রতিবাদে পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার ব্যানারে আয়ােজন মানববন্ধনে তিনি এ হুমকি দেন।

তিনি বলেন, সত্যকে অস্বীকার করে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মিথ্যা মামলা করেছেন। আপনি কি করে ভাবলেন খােকন সাহার মতাে একজন কর্মীবান্ধব নেতার নামে মিথ্যা মামলা দায়ের করবেন আর নারাণগঞ্জের মানুষ চুপ করে বসে থাকে।
আমরা আপনাকে পরিস্কার ভাষায় বলে দিতে চাই অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে আমরা আন্দোলন করে আপনার মেয়র ভবনে ঢুকা বন্ধ করে দেবাে।

শিখন সরকার বলেন, এই দেশ সবার। আপনি জোর
করে দখল করে নেবেন আর সবাই বসে থাকবে তা হবে না।আজকে প্রাথমিক কমৃসূচির মাধ্যমে মেয়রকে জানিয়ে দিলাম, পরবর্তীতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবাে।

নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিপক কুমার সাহার সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুন কুমার দাস, সাধারণ সম্পাদক উত্তম সাহা, জেলা পূজা উদদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক উত্তম সাহা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব রনজিত মন্ডল, মহানগর হিন্দু বৌদ্ধ
খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন পাল, সাধারণ সম্পাদক নিহা দে, জেলা যুব সংহতির সভাপতি রিপন ভাওয়ালসহ প্রমুখ।

  • মেয়র আইভীকে নগর ভবনে ঢুকা বন্ধের হুঁশিয়ারি