মুছাপুর ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে কর্মী সম্মেলন ও ইফতার মাহফিল

লেখক: Shariful Islam
প্রকাশ: ২ years ago

বন্দর প্রতিনিধিঃ বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়ন জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কর্মী সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সোমবার (২৫ এপ্রিল) বিকেলে শামসুজ্জোহা এমবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এ কর্মী সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাকসুদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক ও বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু।
উক্ত অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য আরিফ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও নাসিক ২৪নং ওয়ার্ডের কাউন্সিলর আফজাল হোসেন, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, নারায়ণগঞ্জ জেলা যুবসংহতির আহবায়ক রিপন ভাওয়াল উপস্থিত ছিলেন।
মুছাপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হিসেবে মো. ওয়াসিম, সাধারণ সম্পাদক হাজী মো. মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেনকে মনোনীত করা হয়েছে।

অনুষ্ঠানে মুৃছাপুর ইউনিয়ন জাতীয় পার্টি নেতা আবুল হোসেন সাগর, বন্দর উপজেলা যুব সংহতির সভাপতি আশরাফুল ইসলাম রোমানসহ জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

  • মুছাপুর ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে কর্মী সম্মেলন ও ইফতার মাহফিল