দীর্ঘ ১১ বছর পর মিরপুরের হোম অব ক্রিকেটে ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ নারী দল। কিন্তু ফেরার ম্যাচটা রাঙ্গাতে পারল না মেয়েরা। শক্তিশালী ভারতের মেয়েদের কাছে তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে হারলো জ্যোতিরা।
রোববার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ নারী দল। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ১৬ ওভার ২ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারতের মেয়েরা।
টস হেরে আগে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালোই করেছিলেন দুই ওপেনার সাথী রানি ও শামীমা সুলতানা। ১৩ বলে ১৭ রান করে শামীমা বিদায় নিলে ভাঙ্গে ২৮ রানের উদ্বোধনী জুটি। এরপর সোবহানা মোস্তারিকে সঙ্গে নিয়ে ভালোই এগোচ্ছিলেন সাথী। কিন্তু উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি এই ওপেনার। সাজঘরে ফেরার আগে ২৬ বলে করেছেন ২২ রান।
এদিন বাংলাদেশের নারীদের হয়ে ২টি ছক্কার সাহায্যে ২৮ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন স্বর্ণা আক্তার। এ ছাড়া সোবহানা মোস্তারি ৩৩ বলে ২৩ ও অভিষিক্ত সাথী রানি ২৬ বলে ২২ রান করেন।১১৫ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই শেফালিকে হারায় ভারত। আক্রমণাত্মক এই ওপেনারকে এদিন দাঁড়াতেই দেননি মারুফা। এই পেসারের করা ইনিংসের প্রথম ওভারেই ফিরেছেন শেফালি। তৃতীয় বলটি স্টাম্পের ওপর লেন্থ ডেলিভারী করেছিলেন মারুফা, সেখানে বলের লাইন মিস করে লেগবিফোরের ফাঁদে পড়ে ডাক খেয়ে ফেরেন এই ওপেনার।
এরপর জেমিমাকেও দ্রুত ফিরিয়ে ভারতীয় ব্যাটারদের চেপে ধরেন মারুফা-সুলতানারা। কিন্তু সেই চাপ পাকা-হাতে সামাল দিয়েছেন স্মৃতি মান্দানা ও হারমানপ্রিত কর। এই দুই অভিজ্ঞ ব্যাটার মিলে তৃতীয় উইকেটে ৭০ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে রাখেন। ৩৮ রান করে মান্দানা সাজঘরে ফিরলেও দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন হারমানপ্রীত। এই অভিজ্ঞ ব্যাটার অপরাজিত ছিলেন ৫৪ রান করে। শেষ পর্যন্ত ১৬ ওভার ২ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারতের মেয়েরা।
ভারতের পক্ষে সেরা বোলিং করেন পূজা ভাস্ট্রেকর। ৪ ওভারে ১টি মেডেনসহ ১৬ রানের বিনিময়ে ১টি উইকেট সংগ্রহ করেন তিনি।