আমাদের অঙ্গীকার মাদকমুক্ত পরিবার মাদকাসক্তি ও অপরাধআর না চলবে না

লেখক: আমাদের সংগ্রাম ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে

মাহমুদনগর এলাকার মাদক ব্যবসায়ী শীর্ষ মহিলা গংদের তৎপর অনেক বেশি তারা মাহমুদনগর ও বেপারীপাড়া রোডে মাদক পাচার করে। বেপারীপারা ব্রিজ হতে মাহমুদ নগর ঈদ গাহ রোড ব্যবহার করে প্রকাশ্য রমরমা ব্যবসা করে আসছে। এনং ইনচি সিমেন্ট ফ্যাক্টরির পেছনের নৌকার ঘাট ব্যবহার করে মাদক পারাপারে নিরাপদ পোট করে নিয়েছেন মাদক ব্যবসায়ী মহিলা গং। বন্দর থানা ও মদনগঞ্জ ফাঁড়ির প্রসাশনকে জিরো টলারেন্স পরিচালনা করার অনুরোধ জানিয়েছে গ্রামবাসী এবং নারায়ণগঞ্জ জেলা এসপি,ডিসি মহদোয় কে অনুরোধ জানাই বন্দর থানাকে যেনো অবগত করে দেওয়া হয়। তাহলে থলের বিড়াল সব উন্মুচন হবে ।
• মাদকাসক্তরা পিতামাতা, আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের কাছে নেশার টাকার জন্য মিথ্যাচার ও ছলচাতুরীর আশ্রয় নেয় এবং নিজেদের ঘরের জিনিসপত্র চুরি করে।
• মাদকাসক্ত ব্যক্তি নেশার টাকার জন্য রক্ত বিক্রয়, দেহ ব্যবসা এমনকি মানুষ খুন করতে পারে।
• চাঁদাবাজি, ছিনতাই, ছিচকে চুরি, ডাকাতি, ঠকবাজি ইত্যাদি অপরাধের একটা বড় অংশই মাদক ও নেশার টাকা জোগাড়ের জন্য হয়ে থাকে।
• মাদকাসক্তি ও মাদকপ্রবণ এলাকায় কারো জানমাল বা জীবনের নিরাপত্তা থাকে না।

• মাদকাসক্তি ধ্বংসজনিত অপরাধ বাড়ায়। মাদক ব্যবসায়ীরা সন্ত্রাসী কিংবা অস্ত্রধারী সন্ত্রাসীদের ছত্রছায়ায় লালিত ও পরিচালিত হয়ে থাকে।
আমাদের অঙ্গীকার মাদকমুক্ত পরিবার

  • আমাদের অঙ্গীকার মাদকমুক্ত পরিবার মাদকাসক্তি ও অপরাধআর না চলবে না
  • মাহমুদনগরে শীর্ষ মহিলা গংদের তৎপরে চলছে মাদক পাচার